বুকম্যান মেধাবৃত্তি - ২০২৫
মেধাবৃত্তি
এ বছর ২য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে
মোট ১,০৫,০০০ টাকা মেধাবৃত্তি প্রদান করা হবে।
এর পাশাপাশি দেওয়া হবে ক্রেস্ট ও সনদপত্র।
বিশেষ সুবিধা
বুকম্যানের যেকোনো শাখায় ভর্তি হওয়ার ক্ষেত্রে
থাকবে ৫০% ছাড় এর বিশেষ সুযোগ।
👉 সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
এই মেধাবৃত্তির জন্য আবেদন করতে পারবে।
আবেদন সংশ্লিষ্ট তথ্য
আবেদন করতে প্রয়োজন
আবেদনের সময়সীমা ও আবেদন ফি
বুকম্যান মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫-এর আবেদনের সময়সীমা: ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২৫
আবেদন ফি: ১৫০ টাকা (অনলাইনে আবেদনকারীদের ০১৭৭১৪০৭৬৪৬ নম্বরে bKash/Nagad-এ Send Money করতে হবে)
বুকম্যান মেধাবৃত্তি - ২০২৪ এর পরিসংখ্যান
ক্র. নং. | শ্রেণি | বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী |
সর্বোচ্চ নম্বর |
মেধা তালিকায় প্রথম | অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম |
---|---|---|---|---|---|
১ | ২য় | ২১ জন | ৯৮ | রুফাইদা মানহা | উইনার কিন্ডারগার্টেন স্কুল |
২ | ৩য় | ১০ জন | ৯৫ | ফাইজাহ জান্নাত | ১ নং বসন্তপুর সরঃ প্রাথঃ বিদ্যালয় |
৩ | ৪র্থ | ১০ জন | ৯৬ | ফারহান ইবনে মারফত | ০৪ নং শেখপাড়া সরঃ প্রাথঃ বিদ্যালয় |
৪ | ৫ম | ১০ জন | ৯৪ | খাদিজা | ২২ নং জগন্নাথপুর সরঃ প্রাথঃ বিদ্যালয় |
৫ | ৬ষ্ঠ | ৭ জন | ৯২ | আফিফা ফাহমিদা জ্যোতি |
ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরোজগঞ্জ, চুয়াডাঙ্গা |
৬ | ৭ম | ৫ জন | ৯০ | খাদিজাতুল কোবরা | বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় |
৭ | ৮ম | ৭ জন | ৮৮ | মীর মুহতাসিম রিফাত | কুষ্টিয়া জিলা স্কুল |